Posts

Showing posts from November, 2018

poem in bengali firefly

Image
                জোনাক               ওয়াশিম রাকিব  তুচ্ছ  জোনাকী  আমি  অবহেলিত  ভন্ড  সমাজে।  সূর্য  হয়ে ঝরে পড়ি ঘুটেঘুটে রাতে।  বকের ডানায় করে বিকালের  শেষ আলোটুকু চলে বাসায়।  আমাদের কারয শুরুর পালা  কেউ ভাবেনা মোদের তরে  রাখেনা  কোন খবর  শুধু ব্যবহার করে  বাঁশ বনে কিংবা  কামিনী  ফুলে  কয়েক কোটি সূর্য  জ্বলে   ভেসে চলি সাগর থেকে মহাকাশে   তোমাদের ইতিহাসে আমার পদধূলি  ।। ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- জোনাক          - ওয়াশিম রাকিব  তুচ্ছ  এক জোনাকী  আমি  অবহেলিত  ভন্ড  সমাজে,  মিটিমিটি আলো দিয়ে যাই অন্ধকার  রাতে।  বকের ডানায়  বিকালের  শ...