poem in bengali firefly
জোনাক
ওয়াশিম রাকিব
তুচ্ছ জোনাকী আমি
অবহেলিত ভন্ড সমাজে।
সূর্য হয়ে ঝরে পড়ি ঘুটেঘুটে রাতে।
বকের ডানায় করে বিকালের
শেষ আলোটুকু চলে বাসায়।
আমাদের কারয শুরুর পালা
কেউ ভাবেনা মোদের তরে
রাখেনা কোন খবর
শুধু ব্যবহার করে
বাঁশ বনে কিংবা কামিনী ফুলে
কয়েক কোটি সূর্য জ্বলে
ভেসে চলি সাগর থেকে মহাকাশে
তোমাদের ইতিহাসে আমার পদধূলি ।।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
জোনাক
- ওয়াশিম রাকিব
তুচ্ছ এক জোনাকী আমি
অবহেলিত ভন্ড সমাজে,
মিটিমিটি আলো দিয়ে যাই অন্ধকার রাতে।
বকের ডানায় বিকালের
শেষ আলোটুকু মেখে
শুরু করি আলো দান রাতের আকাশে ।
কেউ ভাবেনা মোদের তরে,
রাখেনা কোন খবর
শুধু ব্যবহার করে
বাঁশ বনে কিংবা কামিনী ফুলে ।
কয়েক কোটি সূর্য জ্বলে
ভেসে রই মহাকাশের বুকে
তোমাদের ইতিহাস,
ভুলে থাকে আমাকে ।
Nice
ReplyDeleteধন্যবাদ
DeleteGood
ReplyDeleteধন্যবাদ
DeleteWow great washim da
ReplyDeleteTo good
ReplyDeleteGood
ReplyDeleteGood
ReplyDelete