poem in bengali firefly

               জোনাক

              ওয়াশিম রাকিব 

তুচ্ছ  জোনাকী  আমি 
অবহেলিত  ভন্ড  সমাজে। 
সূর্য  হয়ে ঝরে পড়ি ঘুটেঘুটে রাতে। 
বকের ডানায় করে বিকালের 
শেষ আলোটুকু চলে বাসায়। 
আমাদের কারয শুরুর পালা 
কেউ ভাবেনা মোদের তরে 
রাখেনা  কোন খবর 
শুধু ব্যবহার করে 
বাঁশ বনে কিংবা  কামিনী  ফুলে 
কয়েক কোটি সূর্য  জ্বলে  
ভেসে চলি সাগর থেকে মহাকাশে  
তোমাদের ইতিহাসে আমার পদধূলি  ।।

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


জোনাক

         - ওয়াশিম রাকিব 

তুচ্ছ  এক জোনাকী  আমি 
অবহেলিত  ভন্ড  সমাজে, 
মিটিমিটি আলো দিয়ে যাই অন্ধকার  রাতে। 

বকের ডানায়  বিকালের 
শেষ আলোটুকু মেখে 
 শুরু করি আলো দান রাতের আকাশে । 

কেউ ভাবেনা মোদের তরে,  
রাখেনা  কোন খবর 
শুধু ব্যবহার করে 
বাঁশ বনে কিংবা  কামিনী  ফুলে । 

কয়েক কোটি সূর্য  জ্বলে  
ভেসে রই  মহাকাশের বুকে 
তোমাদের ইতিহাস, 
ভুলে থাকে আমাকে ।

Comments

Post a Comment

Popular posts from this blog

Poem in bengali harmony. Com// বাংলা কবিতা সম্প্রীতি

বাংলা কবিতা জল সঙ্কট,poem in bengali the water crisis.com

Poem in bengali tree.com/ বাংলা কবিতা গাছ