Poem in bengali harmony. Com// বাংলা কবিতা সম্প্রীতি




       সম্প্রীতি

           ওয়াশিম রাকিব 


রবীন্দ্র নজরুলের বঙ্গ দেশ
সাম্প্রদায়িকতার হবে শেষ ।
এক-ই আকাশ এক-ই বাতাস
এক-ই সাথে  এক-ই শ্বাস ।
এক-ই রক্তে  শরীর গড়া
সম্প্রীতি-তেই থাকব মোরা। 
মোরা একই প্রভুর সৃষ্টি 
মাখি একই রোদ ও বৃষ্টি ।
সবই তাঁহার দান 
আমার ভারত মহান। 
বিভেদ করা যাদের মাথা 
মানবো নাকো তাদের কথা ।
বিভেদ মনে থাকলে পরে 
উন্নয়ন হবে কেমন করে ?
বিভেদকারী শক্তিকে 
ফেলব ছুঁড়ে যুক্তিতে ।
সম্প্রীতির সোনার বাংলায় 
বিভেদকামী ধ্বংস হয়। 
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে 
লড়ব সবাই একসাথে।
ভারত কারো একার নয় 
বলছে সবাই ভারত জয়। 

Comments

Post a Comment

Popular posts from this blog

বাংলা কবিতা জল সঙ্কট,poem in bengali the water crisis.com

Poem in bengali tree.com/ বাংলা কবিতা গাছ