বাংলা কবিতা জল সঙ্কট,poem in bengali the water crisis.com

      জল সঙ্কট 

           ওয়াশিম রাকিব  


আজি হতে শতবর্ষ পূর্বে 
সমাজ বিঞ্জানির অশনি সংকেত 
জলের জন্য বাজবে তৃতীয় বিশ্বযুদ্ধ এর দামামা , 
সেই দিন কি আগত প্রায় ?
আগামীর মুখে শুনতে হবে  -"ছি"!

"নীতি আয়োগ" বলছে যখন 
আর সামান্য কয়েক বছর , 
তবুও করি জল অপচয় 
খুঁজি  আগত সভ্যতার কবর! 

সময় বড়  কম 
জেগে উঠুন "সুশীল সমাজ"
বন্ধ করুন জল  অপচয়ের উন্মাদ নৃত্য ? 

আর হাতে কয়েকটা  দিন 
ভোগ বিলাসে মত্ত মোরা 
এগিয়ে এসো , 
বৃষ্টির জল ধরে রাখি 
নইলে হবে আগামীর কবর খোঁড়া ।
দেখে শুনে হাবা কালা  
থাকব আর কত দিন 
চশমা পরে  ?
তাই মানব জাতীর কাছে 
ক্ষুদ্র আবেদন আছে --------
চশমা খুলে নেত্র মেলে 
দেখি 
সাশ্রয় করি জল 
গড়ি ভয় হীন ভবিষ্যৎ ।।

Comments

  1. ভালো লাগল সুন্দর দাদা

    ---এন কে মন্ডল

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Poem in bengali harmony. Com// বাংলা কবিতা সম্প্রীতি

Poem in bengali tree.com/ বাংলা কবিতা গাছ