Poem in bengali tree.com/ বাংলা কবিতা গাছ
গাছ ওয়াশিম রাকিব গাছ কেটোনা, গাছ কেটোনা । গাছ কাটলে হবে পাপ । হঠাৎ লাভে খুশি হলেও আসবে ধেয়ে অভিশাপ । গাছ দেয় ফুল-ফল পাখি শোনায় গান। পরিবেশ থাকলে সুন্দর বাড়বে দেশের মান । বুকের ভিতর থাকে যেমন জান একটি গাছ তেমন-ই একটি প্রান । মাটি জলে মোরা যেমন গাছ মোদের বন্ধু তেমন। গাছ যদি যায় মরে আমরা রবো কেমন করে ? চল তাই গাছ বাঁচাই গাছ তো মোদের-ই ভাই । গাছ মোরা মারব না গাছ ছাড়া বাঁচব না । তাই মানব জাতীর কাছে, ক্ষুদ্র আবেদন আছে । চলো গাছ বাঁচাই নি...