Poem in bengali illiterate intellectual বাংলা কবিতা বকলম বুদ্ধিজীবী
বকলম বুদ্ধিজীবী
ওয়াশিম রাকিব
অঙ্গুঠা ছাপে মঞ্চ বেঁধেছে
বুদ্ধিজীবীর মোড়ে !
চমকে গিয়ে ঘুরে দেখি
হঠাৎ ঘুমের ঘোরে !
কুঁজোরও ইচ্ছে যে হয়
চিৎ হয়ে দি ঘুম
সমাজের কি ঘুন আসল ?
ধান্দা বাজের ধুম ?
সৎ নরকে কুৎসা দিয়ে
রাখবি কদিন চেপে ?
ফুটবে যখন ফুলকি হয়ে
প্রাসাদের ভিত যাবে কেঁপে।।
আগামীতে আসছে সেদিন
নাই কো যে আর দুরে ।
থাকবি কোথা ভেবে যে রাখ
Very nice
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteVery good
ReplyDeleteGood
ReplyDeleteNice one
ReplyDeleteবাস্তব চিত্র
ReplyDelete