বাংলা কবিতা, প্রতিশোধ, . Revenge.com
প্রতিশোধ
ওয়াশিম রাকিব
শহীদ হল বীর সেনানী
কাশ্মীরের পুলওয়ামায়
প্রেয়সী নিয়ে আমরা তখন
ভ্যালেন্টাইনের মায়ায় ।।
তাঁদেরও আছে ভ্যালেন্টাইন
তবুও গুরুদায়িত্বে অবিচল
বিশ্ব দেখুক ভারত মাতার
বীরসেনানীর ছাতির বল।।
জীবন দিয়ে আগলে রাখ
মোদের মায়ের কোল
তাই তো মোরা সুখেই কাটাই
ঈদ পুজো আর দোল ।।
বদলার আগুনে জ্বলছে দেশ
যোগ্য জবাব চাই
শত্রুদের জলদি করো নিকেশ
এই কামনা তাই ।।
https://washimrakib.blogspot.com/2019/03/revenge.html
বদলার আগুনে জ্বলছে দেশ
যোগ্য জবাব চাই
শত্রুদের জলদি করো নিকেশ
এই কামনা তাই ।।
https://washimrakib.blogspot.com/2019/03/revenge.html
Revenge |
Comments
Post a Comment