Bengali poem The rain. Com/বাংলা কবিতা,বৃষ্টি
বৃষ্টি এসো
ওয়াশিম রাকিব
বৃষ্টি তুমি কোথায় গেলেআমার বক্ষ ছেড়ে।
মিষ্টি করে আছড়ে পড়ো
আমার ভাঙ্গা পাজরে ।।
তোমার ছোঁয়ায় পাঁজর
আবার ভরাট হবে।
তরুলতা সবুজ হয়ে
প্রানের ছোঁয়া পাবে।।
সূর্য মামা অনেক হল
রাগটা এবার কমা ।
বৃক্ষ রোপন করব এবার
করতে হবে ক্ষমা ।।
চাতক ডেকে কাতর হল।
ব্যর্থ কি তার প্রার্থনা ?
বৃষ্টি নামুখ ঝমঝমিয়ে
এটাই সবার বাসনা।।
Very nice.
ReplyDelete