Poem in Bengali /happy mother day.com //বাংলা কবিতা মমতাময়ী মা

         


মাতৃ দিবসে  বাংলার মমতাময়ী মাকে  হৃদয় এর  অন্তর স্থান থেকে শুভেচ্ছা  জানিয়ে একটি কবিতা 
   

মমতাময়ী মা 

            ওয়াশিম রাকিব


             
হায়নাদের হাত থেকে
বাঁচালে তুমি বাংলার মা। 
ডাকছে দেশ তুমিই সেরা
বিভেদের মুখে ঘসে ঝামা।। 

খায়না মা আর ছেলের 
রক্ত মাখা ভাত। 
তুমিই আনবে দেশের 
নতুন সুপ্রভাত।। 

কন্যা দায় পিতার জন্য 
তুমি আছো এই ভবে। 
শিক্ষার প্রয়োজনীয়তা 
তোমার অনুভবে।। 

পাহাড় থেকে জঙ্গলমহল 
শান্তির তুমি দুত। 
কাশ্মীর থেকে কন্যাকুমারী 
ক্ষমতা তোমার অদ্ভুত।।

Comments

Post a Comment

Popular posts from this blog

Poem in bengali harmony. Com// বাংলা কবিতা সম্প্রীতি

বাংলা কবিতা জল সঙ্কট,poem in bengali the water crisis.com

Poem in bengali tree.com/ বাংলা কবিতা গাছ