Poem in Bengali,suddenly rain.com বাংলা,কবিতা,হঠাৎ বৃষ্টি
হঠাৎ বৃষ্টি
ওয়াশিম রাকিব
অবশেষে হাজির হলে
রসাল হল প্রান।
প্রমাণ হল সেরা প্রেম
তুমি-ই আমার জান।।
ভালো করে দাও ধুয়ে দাও
যত ধূলির কনা ।
এই দিকে তে একটু বেশী
অভুক্ত বটের দানা।।
ভালো করে বুলাও হাত
আমার বক্ষ মাঝে।
তবেই মিলবে ক্ষত
রূপ ফুটবে সাজে।।
এমনি করে প্রত্যহ তুমি
ভালোবেসে যাও।
নইলে সব-ই ধ্বংস হবে
Comments
Post a Comment