বাংলা কবিতা,প্রতিকূল প্রেম, poem in Bengali Unfavorable .love.com
প্রতিকূল প্রেম
ওয়াশিম রাকিব
তুমি দাওনা ছুয়ে এই অঙ্গ আমার
চাইছি এখন আমি সঙ্গ তোমার ।
প্রলয় হয়ে এসো তুমি আমার মনে
চাইনা হারাতে কভু এই জীবনে।
ধরতি ভেদ করে তুমি উঠে এসো ।
প্রথম প্রেমের মত করে ভালোবাসো।
চাইনা কভু আমি হারাতে তোমায়।
থাকবে মিশে তুমি আমার মায়ায়।
প্রতিটা শ্বাস প্রশ্বাস অনুভবে তুমি
তুমি ছাড়া আমি শুধু ধুধু মরুভূমি ।
আসবে কখন দুর ছাই ভাল্লাগেনা জলদি।
আগত পথে পড়তে পারে নদীর নাম হলদি।
শয়ের নীচে রাখবে গতি
বাড়বে নচেত ক্ষয় ক্ষতি ।
ভালোবেসে আমায় তুমি জলদি ছুঁয়ে দাও
আবর্জনা যত আছে উড়িয়ে নিয়ে যাও।
Wow, nice
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteঅপূর্ব সুন্দর প্রকৃতি প্রেমের কবিতা
ReplyDelete