Bengali poem. Happy eid today.//বাংলা কবিতা আজকে খুশির ঈদ
আজকে খুশির ঈদ
ওয়াশিম রাকিব
রমজানের এই রোজার শেষে
আজকে খুশির ঈদ।
সবার মনে শান্তি এলো
হারিয়ে গেছে নিদ।
খোরমা খেয়ে সুরমা দিয়ে
ঈদগাতে আজ যাব।
নিত্য-নতুন ফুল-আত্তরের
সুভাশ আমি পাব।
শত্রুতা ভুলব মোরা
করব কোলাকুলি ।
বুকের মাঝে জড়িয়ে ধরে
সকল বিভেদ ভুলি ।
বিভেদ ভুলে কেন নাপারি
থাকতে সারা বছর।
আজ থেকে বয়ে আনুক
সম্প্রীতির ভোর ।।
Darun @imran
ReplyDelete