বাংলা কবিতা, মনের পশুত্বের কুরবানী//poem in Bengali. The sacrifice of the animal's mind.com
মনের পশুত্বের কুরবানী
ওয়াশিম রাকিব
নেক আমল কুরবানী কে
আঁকড়ে ধরি নামাজ পরে।পশম প্রতি একটা নেকি
পৌঁছে যাবে ঘরে ঘরে ।।
রক্তের ফোঁটা মাটি ছোঁয়ার
আগেই কবুল হবে কুরবানী।
আত্মসমালোচনা করে মনের
পশুত্বের ধ্বংস কবে কি জানি?
দ্বেষ, পাপ অন্তর থেকে
বিরাজ করে মস্তিষ্ক জুড়ে ।
মনের পশুত্বকে পোষমানালে
আল্লাহ পাক দেবে ছুঁড়ে ।।
ধ্বংসের সে পথ করোনা কভু
"প্রতিযোগিতার কুরবানী"।
মহান আল্লাহ পাক ক্ষমা করো
আমরা পাপী অজ্ঞানি ।।
Comments
Post a Comment