Teacher's day.com//Bengali poem//বাংলা কবিতা শিক্ষক দিবস

শিক্ষক দিবস

            ওয়াশিম রাকিব

শিক্ষক দিবসে সকল শিক্ষকগণকে আন্তরিক শ্রদ্ধা জানাই  ।


      
বিশ্ব সেরা মস্তিষ্ক তুমি 
তুমিই প্রতিভার জনক। 
এই মেরুদণ্ড তুমি গড়ো 
আজ হারিয়ে গেছে ধমক।

তোমার শিষ্য জগত সভায়
শ্রেষ্ঠ আসন কাড়ে। 
তোমার গড়া সুসন্তান আজ
উচ্চে কড়া নাড়ে।

প্রাথমিকের সুখের সে দিন 
আজো আছে মনে। 
হারিয়ে গেছে সেই শৈশব 
অংক খাতার কোনে।


Comments

Popular posts from this blog

Poem in bengali harmony. Com// বাংলা কবিতা সম্প্রীতি

বাংলা কবিতা জল সঙ্কট,poem in bengali the water crisis.com

Poem in bengali tree.com/ বাংলা কবিতা গাছ