বাংলা কবিতা পৌরুষত্ত্বের শক্তি/ poem in bengali Masculinity.com
পৌরুষত্ত্বের শক্তি ?
ওয়াশিম রাকিব
মানুষ জন্ম হয় প্রতি ঘরেমনুষ্যত্ব কেন নয়?
হিংস্র মানবিকতা !
আগামী কি ফিরে যেতে চায়
গুহা মানবের অতীতে ?
গাছের ছাল পরিধানের যুগ
নাকি আরো পিছনে, নগ্নতা?
হাত খুঁজে নেয় বুক,
দুই উরুর মাঝের গভীরতা
মাপার নাম-ই কি পৌরুষত্ত্বের শক্তি ?
স্তনের কয়েক ইঞ্চি গভীরে
হৃদয় খুঁজে দেখার সময় হবে কি ?
কেউ কারো তরে
ত্যাগ করে পরিবার
তবে দায়িত্বশীলতার
পরিচয় দেওয়া
কার দায়িত্ব?
Comments
Post a Comment