Posts

Showing posts from May, 2019

Poem in Bengali,suddenly rain.com বাংলা,কবিতা,হঠাৎ বৃষ্টি

Image
         হঠাৎ বৃষ্টি                     ওয়াশিম রাকিব   অবশেষে হাজির হলে রসাল হল প্রান।  প্রমাণ হল সেরা প্রেম  তুমি-ই আমার জান।।              ভালো করে দাও ধুয়ে দাও             যত ধূলির কনা ।             এই দিকে তে একটু বেশী              অভুক্ত বটের দানা।।  ভালো করে বুলাও হাত  আমার বক্ষ মাঝে।  তবেই মিলবে ক্ষত  রূপ ফুটবে সাজে।।              এমনি করে প্রত্যহ তুমি              ভালোবেসে যাও।              নইলে সব-ই ধ্বংস হবে             তুমি কি তা চাও?

Poem in Bengali /happy mother day.com //বাংলা কবিতা মমতাময়ী মা

Image
          মাতৃ দিবসে  বাংলার মমতাময়ী মাকে  হৃদয় এর  অন্তর স্থান থেকে শুভেচ্ছা  জানিয়ে একটি কবিতা      মমতাময়ী মা              ওয়াশিম রাকিব               হায়নাদের হাত থেকে বাঁচালে তুমি বাংলার মা।  ডাকছে দেশ তুমিই সেরা বিভেদের মুখে ঘসে ঝামা।।  খায়না মা আর ছেলের  রক্ত মাখা ভাত।  তুমিই আনবে দেশের  নতুন সুপ্রভাত।।  কন্যা দায় পিতার জন্য  তুমি আছো এই ভবে।  শিক্ষার প্রয়োজনীয়তা  তোমার অনুভবে।।  পাহাড় থেকে জঙ্গলমহল  শান্তির তুমি দুত।  কাশ্মীর থেকে কন্যাকুমারী  ক্ষমতা তোমার অদ্ভুত।।

Bengali poem The rain. Com/বাংলা কবিতা,বৃষ্টি

Image
        বৃষ্টি এসো             ওয়াশিম  রাকিব বৃষ্টি তুমি কোথায় গেলে আমার বক্ষ ছেড়ে। মিষ্টি করে আছড়ে পড়ো আমার ভাঙ্গা পাজরে ।। তোমার ছোঁয়ায় পাঁজর আবার ভরাট হবে। তরুলতা সবুজ হয়ে প্রানের ছোঁয়া পাবে।। সূর্য মামা অনেক হল রাগটা এবার কমা । বৃক্ষ রোপন করব এবার করতে হবে ক্ষমা ।। চাতক ডেকে কাতর হল। ব্যর্থ  কি তার প্রার্থনা ? বৃষ্টি নামুখ ঝমঝমিয়ে এটাই সবার বাসনা।।

বাংলা কবিতা,প্রতিকূল প্রেম, poem in Bengali Unfavorable .love.com

Image
প্রতিকূল প্রেম            ওয়াশিম রাকিব তুমি দাওনা ছুয়ে এই অঙ্গ আমার চাইছি এখন আমি সঙ্গ তোমার । প্রলয় হয়ে এসো তুমি আমার মনে চাইনা হারাতে কভু এই জীবনে। ধরতি ভেদ করে তুমি উঠে এসো । প্রথম প্রেমের মত করে ভালোবাসো। চাইনা কভু আমি হারাতে তোমায়। থাকবে মিশে তুমি আমার মায়ায়। প্রতিটা শ্বাস প্রশ্বাস অনুভবে তুমি তুমি  ছাড়া  আমি শুধু ধুধু মরুভূমি  । আসবে কখন দুর ছাই  ভাল্লাগেনা জলদি। আগত পথে পড়তে পারে   নদীর নাম হলদি। শয়ের নীচে রাখবে গতি বাড়বে নচেত ক্ষয় ক্ষতি । ভালোবেসে আমায় তুমি   জলদি ছুঁয়ে দাও আবর্জনা যত আছে উড়িয়ে   নিয়ে যাও।